নিজস্ব প্রতিবেদক ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ দ্যিালয়ের এক ছাত্রীকে অপহরণ কালে অটোরিকশাসহ দুই অপহরণকারীকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধুলিয়াখাল রোডের লামাতাশি ইউনিয়নের প্রবেশ গেইটের সামন থেকে তাদের আটক করা হয়।
অপহরণকারীরা হল উপজেলার গুহারুয়া গ্রামের নুর মিয়ার ছেলে মোতাহির (১৮), একই উপজেলার মানিকপুর গ্রামের কুটি মিয়ার ছেলে অটোরিকশা চালক শামসু মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ইবানা আক্তার রেপি লামাতাশি ইউনিয়নের ব্রাক্ষণগাঁও তার গ্রামের বাড়ি থেকে পরীক্ষার উদ্যেশে সোমবার সকাল সাড়ে ৮টায় স্কুলের উদ্যেশে রওয়ানা দেয়। স্কুলের গেইটে পৌছা মাত্র মোতাহির স্কুল ছাত্রী রেপিকে অটোরিকশাতে তুলে হবিগঞ্জের উদ্যেশে ধুলিয়াখাল রোড দিয়ে রওয়ানা দেয়। খবর পেয়ে রাস্তায় টহলরত পুলিশ তাদের পিছনে ধাওয়া করে ধুলিয়াখাল রোডের নন্দনপুর ঢুকার রাস্তার মোড় থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডে থানার এসআই কাজী জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অটোরিকশা সহ দুই অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।