মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর জনৈক ছাত্রীকে ইভটিজিং করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রীরা। ১২ ঘন্টার মধ্যে বখাটেরদের গ্রেফতার করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সূত্র জানা গেছে, দিনারপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর জনৈক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই বিরক্ত করত অত্র ইউনিয়নের দেওপাড়া গ্রামের আব্দাল মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া (১৯), ও আরফান উল্লার ছেলে মোঃ কাওছার মিয়া(১৯)।
এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক বখাটে সাজু ও কাওছারকে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার দুপুর ২ ঘটিকায় কোচিং থেকে আসার পথে দেওপাড়াস্থ আবু মুছার দোকানের সামনে আসলে বখাটেরা মোটরসাইকেল দিয়ে ছাত্রীদের রাস্তা গতি রোধ করে।
এসময় তারা ছাত্রীদের কাছে মোবাইল নাম্বার চাইলে ছাত্রী মোবাইল নাম্বার দিতে অসম্মতি প্রকাশ করলে বখাটেরা উত্তপ্ত হয়ে ছাত্রীর হাতে থাকা ছাতা ও বই ধরে টানা-টানি শুরু করে। এসময় বখাটেরা অশ্লীল ভাষায় কথা-বার্তা বলতে থাকে।
বখাটেদের খারাপ আচরনে ছাত্রীরা চিৎকার করলে আশে- পাশের লোকজন এগিয়ে এসে বখাটে সাজু ও কাওছার কে মোটরসাইকেল সহ আটক করে। আটকের কিছুক্ষন পরেই বখাটের পক্ষের প্রায় ১৪-১৫জন প্রভাবশালী লোক দেশীয় অস্ত্রে নিয়ে এসে বখাটেদের কে জোর পূর্বক নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় ৩ দিন অতিবাহিত হলেও প্রসাশনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ না নেওয়ায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মাঝে উত্তেজনা বিরাজ করে। সোমবার সকালে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান গেইট থেকে প্লে-কার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। নানা শ্লোগান নিয়ে ছাত্র-ছাত্রীরা ঢাকা-সিলেট মহা-সড়কের জনতার বাজারে সড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় ১ ঘন্টা যান-চলাচল বন্ধ থাকে।
পরে ঘটনাস্থলে যান গোপলার বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহমান। বিক্ষোব্দ ছাত্র ছাত্রী পুলিশের সাথে কথা বলে এক পর্যায়ে ১২ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফতার করার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে।
বিক্ষোব্দ ছাত্র ছাত্রী জানান, ১২ ঘন্টার মধ্যে বখাটে সাজু ও কাওছার’কে যদি গ্রেফতার করে সুষ্ট বিচারের ব্যাবস্থা না করা হয় তাহলে ১২ ঘন্টা পরে আবার ও মহাসড়ক অবরোধ করা হবে। আগামী ১৩ তারিখ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয় ছাত্র-ছাত্রীরা।