হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে মাঘের কনকনে শীত আর উত্তরের হিমেল হাওয়ায় গত ৪দিনে শীতে পৌরসভা সদরসহ আশপাশ এলাকার জন জীবন কাহিল হয়ে পড়েছে। শীতের কামড়ে শিশু বৃদ্ধরা এতে নানাবিধ রোগ ব্যাধিতে আক্তান্ত হচ্ছে ব্যাপক ভাবে। উত্তরের হিমেল হাওয়ায় মানুষ ঘর থেকে ভের হতে পারছে না। বিশেষ করে শ্রমজীবী ,দিনমজুর , ভ্যান চালক , ক্ষেতমজুর, নারী-পুরুষদের অবস্থা অসহনীয় ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে। তাদের শীত নিবারণে নেই পর্যাপ্ত শীতবস্ত্র , আর শীত প্রতিরোধে শরীরে নেই শক্তি। কারণ এরা প্রোটিন জাতীয় খাদ্য যোগান দিতে পারে না। এ ধরনের খাদ্যের দাম অতিরিক্ত ,তাই যোগার করা অসম্ভব। সন্ধ্যা ৬ টা হতে হিমেল হাওয়া রাতভর এবং দিনের বেলায় এর দাপট প্রসার হতে থাকে। তীব্রতার সঙ্গে জলফুটা । এতে মানুষ অস্তির হয়ে পড়ছে। শরীর গরম করার লক্ষ্যে অসহায় পরিবার গুলো দিন রাত খড়কুটা জ্বালিয়ে শরীর গরম রাখার যুদ্ধ চালাচ্ছে। এদের গা-গতরে নেই কোন গরম কাপড়। অর্থাভাবে একটা গরম কাপর যোগার করতে পারছে না। যদিও উপজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান/মেম্বারদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একটি ওয়ার্ডে ৩টি কম্বল বরাদ্ধ দেয়া হয়েছে। চাহিদা কমপক্ষে ৩শটি একজন ইউ/পি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য জানান , নামে মাত্র কম্বল বরাদ্ধ দিয়েছে সরকার, তারা মানুষের কাছে যেতে পারছেন না। কারণ এলাকর হাজার হাজার শীতার্ত পীড়িত মানুষ তাদের ঘিরে ধরছে। একটি সূত্র জানায়, ওই সব এলাকার চেয়ারম্যান মেম্বারা যা পায় , তারা অসহায় মানুষদেরকে না দিয়ে তাদের নিজের ভোট কর্মীদের মধ্যে গোপনে বিতরণ করে মাষ্টাররোল বানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কাগজ জমা দিয়ে জনসেবা করছেন।