উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে সারাদেশের ন্যায় জগন্নাথ,বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব গতকাল বুধবার বিকালে সম্পন্ন হয়েছে । নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়েরেছ।
অনুষ্টানমালার মধ্যে ছিল সকালে রাধাগোবিন্দ নিয়ে বাজার পরিক্রমা,দুপুরে রথ টেনে নিয়ে বাজার প্রদক্ষিন শেষে প্রসাদ বিতরন। রথযাত্রা উৎসবকে সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সকল শ্রেীন পেশার মানুষের আন্তরিক সহযোগীতা করেন। গোবিন্দ জিউড় আখড়ার পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নারায়ন রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃআলমগীর চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য,সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু,পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম,প্যানেল মেয়র বাবুল দাশ, প্যানেল মেয়র ফারজানা আক্তার পারুল ।
অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, রথযাত্রা উদযাপন কমিটির আহাবায়ক মন্টু লাল আচার্য্য, থানার সেকেন্ড অফিসার সুদীন দাশ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,যুগ্ম সম্পাদক গৌতম রায়, উপজেরা যুবলীগের যুগ্ম আহাবায়ক রাব্বি আহমদ মাক্কু, সাবেক পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ. পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বিপুল দেব, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অশোক তরু দাশ, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু,পৌর কমিটির সহ-সভাপতি মৃদুল কান্তি রায়,সাধারন সম্পাদক কর্নমনি দাশ,সাংগঠনিক সম্পাদক প্রনব দেব, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তনুজ রায়,রতœদীপ দাশ,অনন্ত কুমার দাশ, মিল্টন রায়, শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য, নিতেশ রায়,বিধান ধর,পবিত্র বনিক,সুশান্ত বনিক, অঞ্জন পুরকায়স্থ,শংকর দেব, উত্তম কুমার রায়, বিধান দেব, উৎপল দাশ, পার্থ পাল, কাঞ্চন বনিক, দিলীপ গোপ,সাংবাদিক সলিল বরন দাশ,গুরুপদ দাশ ময়না, সুদীন দাশ, লিটন চন্দ্র দাশ,বিপুল চক্রবর্তী,বিপুল দাশ প্রমূখ।
প্রধান অথিতি ও বিশেষ অতিথিবৃন্দ এ সময় নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় একটি আধুনিক রথ নির্মানে উপজেলা পরিষদ ও পৌর পরিষদের আর্থিক অনুদানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। সবশেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।