নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ জামাত হবে কুতুবের শাহী ঈদগা মায়দান। গত এক সপ্তাহ ধরে ধোয়ামুছার কাজ শেষে প্রস্তুত করা হয়েছে ঈদগাকে।
বৃহস্পতিবার সকাল ৯টায় কুতুবের চক শাহী ঈদগা ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন বরুনার সাহেবজাদা মুফতি সাদ আমিন।
এছাড়াও শায়েস্তাগঞ্জে বিভিন্ন ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্যযোগ্য ঈদের জামাত হবে-রেল পার্কিং, বিরামচর ঈদ গাহ ময়দান, নুরপুর ঈদগা, পশ্চিম বড়চর ঈদগা মাঠ, পুরানবাজার ঈদগাহ ময়দান, বাঙনিপাড়া ঈদ গাহ ময়দান, নছরতপুর, নিশাপট, কাজীরগাও, লাদিয়া, পূর্ব নোওয়া ঈদগা ময়দান, কলিমনগর ঈদগা মাঠ, দাউদনগর ঈদগা মাঠ, চরনুর আহমদ ঈদগা মায়দান, দাউদনগর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।