তোফাজ্জল হুসেন অপু,সুতাং থেকে : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাছিরগঞ্জ বাজারে নূরপুর গ্রামের মরহুম আঃ মতিন লিলু মেম্বার স্বরণে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম এর উদ্যোগে মিলাদ-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আঃ মতিন লিলু মিয়ার মার্কেটের ছাদের উপরে গত ২৯ রমজান মঙ্গলবার বিকেলে ৭নং নূরপুর ইউ/পি বিশিষ্ট মুরুব্বী,জনসাধারন ও এতিম শিশুদের নিয়ে মিলাদ -দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম আঃ মতিন লিলু মিয়ার রুহের মাগফিরাত কামনা করে ইফতার মাহফিল পূর্বক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ বেলায়েত হোসেন দিপু।
এ ছাড়াও উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।