প্রেস বিজ্ঞপ্তি ॥ মদীনা ও গুলশানে বোমাহামলার প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রেলওয়ে পার্কিংয়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল আওয়াল আসাদী।
বক্তব্য রাখেন, হাজী সিরাজুল ইসলাম লাল মিয়া, হাজী ফজলুল হক আছকির, মাওলানা আব্দুর রহিম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ছিদ্দিকুর রহমান নিজামী, মাওলানা এ জি এম এ সালাম, আব্দুল আলী নবী মেম্বার, কাজী আব্দুল্লাহ আল মামুন, সামছুল হক, হাফেজ কাদের, হাসার রেজা, জয়নাল আবেদীন, হাফেজুর রহমান রুবেল, নাসির উদ্দিন শুভ, রাকিব, সাদেক, মাওলানা শাহ আলম, হাবিবুর রহমান, মোছাঃ জুলেখা, কলসুমা, হালিমা, শিমু প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, ইমাম, মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, আমরা মুমিনদের ঈমানী হৃৎপিন্ড ইসলামের প্রাণকেন্দ্রে এ জঘন্য অবমাননার মাধ্যমে বাতেল সালাফি গোষ্ঠি যে আল্লাহদ্রোহী রেসালাতদ্রোহী তথা আবু জেহেল এজিদেরই ধারা এবং ইসলামের বিরূদ্ধে যুদ্ধে লিপ্ত চরম শত্রু তা ই স্পষ্ট প্রমানিত হলো। ঈমানের উৎসস্থল তথা সত্য ও মুক্তির কেন্দ্রস্থলে এ ধৃষ্ঠতা দ্বীন ও মানবতার অস্তিত্ত্বের বিরূদ্ধে অপশক্তির সর্বনিকৃষ্ট যুদ্ধ, যার প্রতিরোধে আজ আমাদের অবশ্যই দাঁড়াতে হবে।
আরো বলেন, বিশ্বব্যাপী আমরা মুমিনদের দিশাহীনতা, দায়িত্ত্বহীনতা ও বিভক্তির সুযোগে দুনিয়াব্যাপী অন্যান্য বাতিল জালিম অপশক্তির আগ্রাসনের সাথে সাথে পবিত্র আল আরবকে। সৌদী গোত্রবাদী ওহাবিবাদী স্বৈরতন্ত্রে পরিণত করার কুপরিণতিতেই দুনিয়ায় ইসলামের ছদ্মবেশে লামজহাবী সালাফি তাকফিরী বাতেল ফেরকার প্রাদুর্ভাব আজ দ্বীনের আসলধারা এবং মিল্লাত ও মানবতার বিরুদ্ধে জঘন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আমরা মুসলিম মিল্লাত ও সকল বিবেকবান ধর্মানুসারী ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে আজ নিজ নিজ পথ মত ঠিক রেখে দ্বীনী মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কার্যকরভাবে এগিয়ে যাওয়া ব্যতীত বাতেল ফেরকা, বস্তুবাদী মতবাদ ও ধর্মের নামে অধর্ম উগ্রবাদ তথা সত্য ও জীবন বিধ্বংসী অপশক্তির কবল থেকে মুক্তি আসবেনা এবং দ্বীন-জীবন ও দুনিয়া শান্তিময়-স্বাধীন- নিরাপদ হবে না।