চুনারুঘাট প্রতিনিধি ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় চুনারুঘাটে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ সহ-সম্পাদক মোহাম্মদ আরিফুল হাই রাজীব ও ব্যারিস্টার ইমরানুল হাই সজীব দুই সহোদয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ী ও লঙ্গী বিতরণ করেছেন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আইতন জজ বাড়ী, চুনারুঘাট পৌরসভা ও আহম্মদাবাদ ইউনিয়নের গনশ্যামপুর গ্রামে দুস্থ ও অসহায়দের মাঝে এসব শাড়ী ও লঙ্গী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আঃ রব মহালদার, আহম্মদাবাদ ইউনিয়নের সমাজ সেবক জাকির হোসেন পলাশ, উপজেলা যুব সংহতির সভাপতি আবেদীন রিপন, আঃ আজিজ রাসেল, যুবলীগ নেতা জাফর ইকবাল, উপজেলা তরুনলীগ যুগ্ন-আহবায়ক জোনাক আহমেদ, যুবলীগ নেতা আছাদ আলী।
উল্লেখ্য যে, বাংলাদেশ সুপ্রীমকোর্টের সাবেক বিচারপতি আব্দুল হাই এর দুই ছেলে তাদের নিজ উদ্যোগে ১ হাজার ২শ’ শাড়ী লঙ্গী বিতরণ করা হয়।