স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নতুন দিন নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও অনলাইন অগ্রদৃষ্টি টিভির বিশেষ প্রতিনিধি বদরুল আলম চৌধুরীর পিতা ফারুক মিয়া চৌধুরী ৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে তার পরিবার। আজ শুএবার দিনব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যকমের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এদিনে ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে মরহুমের নিজ বাড়িতে সকালে কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যরা।
তাছাড়া পবিএ রমজান মাস উপল্যক্ষে প্রথম রমজানে স্থানীয় পারা প্রতিবেশীদের মাঝে দুধ,চিনি,খেজুর বিতরন করেন পরিবারের সদস্যরা আজও ইফতারের আগ মুহুর্তে সিরনী বিলিন করা হয়।অপরদিকে স্থানীয়দের মাঝে সিরনী বিতরণ শেষে মরহুমের আতœার মাগফেরাত কামনায় বিশেষ মোনাযাত করা হয়।
উল্লেখ্য: মৃত ফারুক মিয়া চৌধুরী ছিলেন এলাকার সবার প্রিয় ব্যাক্তি অহঙ্কার হিংসা ভুলে সবাইকে আপন করে নিতেন আপন মহিমায়।সরল সহজ সাধা মনের হিসাবে ছোট বড় সবার কাছে ছিলেন পরিচিত।তিনি ২০০৯ সালের ১ জুলাই দীর্ঘদিন ঢাকা এপোল হাসপাতালের চিকিসা দিন অবস্থায় তার নিজ বাড়িতে লিভার ক্যান্সারে আক্ধসঢ়;রান্ত হয়ে রোজ বুদবার দিবাগত রাত ৩ গটিকায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ¯এী ,দুই ছেলে ,চার মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান।