এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার চানপুর বাজারে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অভিমন্য ওরফে দুখু মুন্ডা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫ জন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, চুনারুঘাট থেকে একটি সিএনজি অটোরিকশা চানপুর বাজারে পৌছলে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।