এমএআই সজিব ॥ হবিগঞ্জ শহরের পৌদ্দারবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সুদীপ রায় ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ পৌদ্দাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৩৫) কে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে ল´ীপুর জেলার শাকচর দেহশাল গ্রামের মুখলেছুর রহমানের ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।