মোযযাম্মিল হক, ফান্দাউক দরবার শরীফ থেকে : বিশ্ব নবীর মহব্বত তথা আহলে বায়াতের মহব্বত’ই সকল সফলতার উৎস। নূর নবীর মহব্বতের আগুন যার অন্তরে থাকবে কোন বাতিল ফিরকা কাফের মুশরেক তাকে দাবিয়ে রাখতে পারবেনা।
গত ২১ রমজান ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে শেরে খোদা হযরত আলী (রা:)’র পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহল দারুল কিরাত শাখা ছাত্রদের উদ্যোগে আয়োজিত এক নাতে রাসূল সাঃ সম্মেলনে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমূল ইসলামের আমীর ও ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন সাহেব সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। পীর সাহেব উপস্থিত সকলের উদ্দেশ্যে আরজ করেন, নিজেরা সুন্নতি আমল করো এবং সুন্নতি আমলে অন্যকে উৎসাহিত করো। উক্ত নাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমাদ বলেন, প্রশাসন ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনলে এর জের টানতে হবে সরকারকে।
মসজিদ নির্মানে বাধা মুসল্লিদেরকে অপমান ও আহত করা এটা নাস্তিক, মুরতাদের কাজ ছাড়া আর জিছু না। দেশে মনে হচ্ছে এখন ঈসরাইলী শাসন কায়েম হচ্ছে। তাই সরকার কে বলবো আপনারা দেশ চালান আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ধর্মের উপর কোন ধরনের আঘাত দিলে তা কোন মুসলিম সহ্য করবেনা।
তারাবী নামাজের পর ইসলামী সাংস্কৃতিক অনুষ্টানে ইসলামী নাত শিল্পীগন হামদ ও নাত সাঃ’র এক মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে রাত গভীর পর্যন্ত চলতে থাকে এই অনুষ্ঠান। পীরজাদা মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক সাহেবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পীরজাদা সৈয়দ বাহাউদ্দীন সাহেব, পীরজাদা মাওলানা সৈয়দ জাকারীয়া সাহেব, হাফেজ মাওলানা সৈয়দ আশ্রাফ উদ্দীন শামীম সাহেব, মাওলানা শাহ আলম মাছুমী সাহেব, মাওলানা মুশিউর রহমান, মাওলানা রবিউল ইসলাম, পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মস্তোফা সহ অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র ও এলাকার আশেকান মুরিদান ভক্ত।
পরে মিলাদ কিয়াম পাঠ করে দেশ ও জাতির কল্যানে সকল কে নিয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।