চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক ও ইসলামী সংগঠন ‘ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কেউন্দা গ্রামের বড় মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবহাটা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী। বিশেষ অতিথি ছিলেন উবাহাটা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসার আব্দুর রউফ,জেলা তরুনলীগ যুগ্ন-আহবায়ক এডঃ আহাম্মাদ আলী,উবাহাটা ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী আসাদুজ্জামান রুবেল, তরুলীগ আহবায়ক রুহেল, যুগ্ন-আয়বায়ক লিংকন,শাহ মিজানুর রহমান, সাংবাদিক ও কাজী মিজানুর রহমার মিজান, শেখ শাহজাহান আহমেদ রুপনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।