নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১২টি সিএনজি ও ১টি অটোরিক্স্রা আটক করে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্র জানায় মহাসড়কে আইন অমান্য করে সিএনজি অটোরিক্সা চলাচলের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসাবে এসব আটক করা হয়। পুলিশ আরো জানায়, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।