মোঃ রহমত আলী ॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেচে কৃষি বিভাগ। রোববার হবিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে কৃষি বিভাগ দিনব্যপী প্রশিক্ষনের আয়োজন করে। ৬০ জন কৃষক কৃষানীর মাঝে উক্ত প্রশিক্ষণ উক্ত প্রশিক্ষণ দেয়া হয়। দেশী ফলে বেশী পুষ্টি ও আদবাদের কলা কৌশল সম্পর্কে তাদেরকে পরামর্শ দেয়া হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হক এর পরিচালনায় উক্ত প্রশিক্ষণ উদ্ভোধন করেন কৃসিসম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক এমএম মজুমদার। ফলজ ও শাকসবাজ আবাদের উপর বিভিন পরামর্শ কৃষক কৃষাণীদের মাজে তুলে ধরেণ সদও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী ফাতিয়া ফেরদৌসী। শেষে বিনা মূল্যে দেশী ফলের চার গাছ তাদের মাঝে বিতরণ করা হয়।