খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে পবিত্র মাহে রমজানের ইফতারী নোংরা ও অস্বাস্থকর পরিবেশে মিষ্ট, জিলাপী ও নিমকীসহ বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরীর করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকার জরিমান আদার করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বেলা ৩টায় উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম আমরোড বাজারে অভিযান চালিয়ে এ জরিমান আদায় করেন। এ সময় আমুরোড বাজারে নজুরুল ইসলামের চার ভাই হোটেলে ২ হাজার, আনোয়ার স্টোরে ১হাজার ও আইয়ুব আলীকে ৫শ’ টাকা জরিমানা আদার করা হয়।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম বলেন, নোংরা পরিবেশে খাদ্য তৈরী যাহা আমাদের স্বাস্থের জন্য খুই ক্ষতিকর। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করে চুনারুঘাট থানার এএসআই মিয়াসহ একদল পুলিশ।