এম এ আই সজিব ॥ চুনারুঘাটের কালেঙ্গা ফরেস্টের বনকর্মীদের সাথে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতির) সাথে ঝগরার জের ধরে ভারতে আশ্রয়ের ঘটনায় ভিট কর্মকর্তাকে তাক্ষনিভাবে বদলী করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময়ে উপজাতিরা স্থানীয় বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের অভিযোগ শুনে বনবিভাগের বিট অফিসার আবদুল ওয়াদুদকে বনবিভাগের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে বদলির করান।
উল্লেখ গত শুক্রবার বনবিভাগের বিট কর্মকর্তা আবদুল ওয়াদুদ তাদের কয়েকজনকে গালাগাল করায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই সদস্যরা ক্ষুব্ধ হয়ে ফরেস্টের বাংলোতে হামলা চালান।
এসময় চার জনকে আটক করা হয়। পরে শনিবার ভোরে তারা আতঙ্ক ও অভিমানে সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার চম্পাহোয়ার গ্রাম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)সদস্যরা তাদের আটক করেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের জানান, বনকর্মীদের অত্যাচারে তারা ভারতে আশ্রয় নিতে চান। তাদের বক্তব্য শুনে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসে।