এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে সালাম হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে এক নিরীহ শিক্ষিকার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বাদী পক্ষের লোকজন। গত রবিবার গভীর রাতে নিজামপুর বাজারের গৌরাঙ্গরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগমের পুরুষশূণ্য বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ওই শিক্ষিকার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে লাইব্রেরী ও স্টেশনারীর মালামাল এবং বাসায় প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ, নগদ টাকা, ল্যাপটপ, টিভি,ফ্রিজ, সেলাই মেশিন, সিলিং ফ্যান, কম্পিউটারসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ব্যাপারে শিক্ষিকা মনোয়ারা খাতুন জানায়, আমি একজন শিক্ষিকা আমরা নিরপেক্ষ তবুও আমাদের উপর কেন এ ধরনের নির্যাতন। এসময় এলাকাবাসিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।