এস এইচ টিটু : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপেজলা, হরইতলা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখির সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
গতকাল রবিবার ভোর ৫ টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলা, হরইতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হ্যালপার সাতকিরা জেলার, দেবহাটা- উপজেলার টিকেট গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: শাহআলম, (২৫)।
জানা যায়, রবিবার ভোরে সিলেট থেকে পাথর বুঝাই ট্রাক ও বিপরিত দিক থেকে ঢাকা থেক ছেড়ে সিলেট গামী এক ট্রাক হরইতলা নামক স্থানে পৌছামাত্র মুখোমুখির ঘটনা ঘটলে ঘটনাস্থলেই গাড়ীতে থাকা হ্যালপার নিহত হয়।এ ঘটনায় আহত হয় আরও ৩জন। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হা্ইওয়ে থানার এসআই আব্দুস সামাদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা পৌচে লাশটিকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।