হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের দুই সহকারী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুন) রাত ১০ টায় সদর মডেল থানার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ওসি তদন্ত বির্শ্বজিতের দেবের পরিচালনায় উপস্থিত ছিলেন, সংবর্ধিত সহকারী পুলিশ সুপার হেড কোয়াটার মাসুদুর রহমান মনির, সংবর্ধিত সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, এসময় বক্তব্য রাখেন, সদর থানার এসআই মিজানুর রহমান, রকিবুল হাসান, সানা উল্লাহ, এএসআই নুরে আলম সিদ্দিকিসহ থানার সকল অফিসারগণ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজের হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রতিনিধি মোঃ সালম চৌধুরী, দৈনিক খোয়াইয়ের স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী প্রমুখ। এসময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয়।