শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উদয়ন আবাসিক এলাকার সংগঠন উদয়ন ইউনিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল শনিবার নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দর রকিবের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাসুদ্দুজ্জামান মাসুক, কাউন্সিলর মোঃ আব্দুল জলিল।
এছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সহিদ, আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম তালুকদার, আব্দুল হাসিম মেম্বার প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পীরজাদা মোঃ সফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।