এস এইচ টিটু / এম এইচ কাজল : ঢাকা সিলেট মহাসড়কের সুতাং ব্রীজের নিকট ট্রাক এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। ঘটনায় আহত হয় আরও ৩জন।
গতকাল শনিবার ভোরে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন: ট্রাক্টর হেলপার সাদ্দাম হোসেন (২৭)। শায়েস্তাগঞ্জ লস্করপুর গ্রামের আক্তার হোসেন এর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে শায়েস্তাগঞ্জ থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে ওলিপুরের দিকে রওয়ানা দিয়েছিল তারা। পথিমধ্যে সুতাং ব্রিজের কাছে পৌছামাত্র একটি ট্রাকের সাথে মুখোমুখির ঘটনাঘটলে ঘটনাস্থলেই গাড়ীতে থাকা হেলফার নিহত হয়।
ঘটনায় আহত হয় আরও ৩জন। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রায় ১ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক বন্দ ছিল।
নাম প্রকাশে অনিচ্চুক এক প্রত্যক্ষ দর্শী জানান, মহাসড়কে পড়ে থাকা লাশের উপর দিয়ে শত শত গাড়ি যাতায়াত করেছে। পুলিশকে বার বার ফোন দেওয়ার পরও আসেনি। পুলিশ আসার আগেই যুবকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সড়কের সাথে মিশে যায়। তার পাশে থাকা আরেক যুবক বলেন, যদি সময়মত পুলিশ এসে রাস্তাটা পরিস্কার করে দিয়ে লাশটা উদ্ধার করত তাহলে যুবকের লাশের এ দুর্দশা হত না।
পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।