চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের গাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজ মিয়ার বিরুদ্ধে ইচ্ছেমত স্কুলে আসা-যাওয়া ও স্কুলের জমি বন্ধক দিয়ে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ঐ স্কুলের প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমত স্কুলের জমি বন্ধক দিয়ে টাকা আত্মসাত করেছেন। শিক্ষকদের বসার জন্য দানকৃত ৩টি ফোমের চেয়ারের মধ্যে ১টি চেয়ার বিক্রি করেছেন। তিনি স্কুল চলাকালীন সময়ে স্কুলের শ্রেণীকক্ষে টাকার মাধ্যমে এলাকার বিভিন্ন শালিস বৈঠকের ব্যবস্থা করে দেন।
ফলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তিনি মনগড়া ভাবে স্কুল চলাকালীন সময়ে নিজের কাজে বাজার-হাটসহ বিভিন্ন এলাকায় চলাফেরা করার অভিযোগও রয়েছে। প্রতিদিন সকালে স্কুলের একটি শ্রেণীকক্ষে মাসিক ভাড়ার ভিত্তিতে মক্তব পড়ার সুযোগ করে দিয়েছেন। ঐ প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির কার্যকলাপে স্কুলের অভিভাবকসহ এলাকার জনমনে আলোচনা সমালোচনার ঝড় বইছে।