এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে কাভার্ড ভ্যান উল্টে নিহত হেলপারের পরিচয় পাওয়া গেছে।সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইছাইল গ্রামের বাসিন্দা আবুল কালামের পুত্র সাদ্দাম হোসেন। গত ২২ জুন মধ্যরাতে ঢাকা থেকে পলি ট্রান্সপোর্ট কোম্পানীর একটি কাভার্ড ভ্যান হবিগঞ্জ আসার পথে ওই সড়কের তেমুনিয়া এলাকায় কড়ই গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হয়। তবে ওই দিন তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে এসে ময়নাতদন্ত ছাড়া সাদ্দামের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়।