এম এ আই সজিব ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে উদযাপিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুষ্পার্ঘ অর্পন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, এডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্যী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক পিপি আকবর হোসেইন জিতু, জেলা বারের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শামীম আহমেদ, মোঃ আলমগীর খান, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, যুবলীগ নেতা গাজীউর রহমান গাজী, দ্রুব জ্যোতি টিটু, আওয়ামী আইনজীবি পরিষদ নেতা এডভোকেট তারণ, মিজানুর রহমান, পইল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পেরেছে।