কামরুজ্জামান আল রিয়াদ,দৈনিক শায়েস্তাগঞ্জ: শায়েস্তাগঞ্জে চালক কে কুপিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বিত্তরা।গুরুতর আহত অবস্থায় চালককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায় মঙ্গলবার রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌরএলাকার রেলওয়ে জংশন এলাকা থেকে মাধবপুরের নোয়াপাড়ায় যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১৮৯৩) টি ভাড়া নেয় পাচঁ যাত্রী। চালক গাড়ী নিয়ে রওয়ানা হলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নামক স্থানে পৌছার পর সিএনজি চালক কে মুখ হাত পা বেধেঁ দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে সিএনজি অটোরিক্শা টি নিয়ে পালিয়ে যায়।স্হানীয় লোকজন চালককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত চালক আরব আলী (৩৫) শায়েস্তাগঞ্জ পৌরএলাকার নিজগাওঁ গ্রামের সুরুজ আলীর পুত্র।