সৈয়দ শাহান শাহ পীর / এস এইচ টিটু, সুতাং থেকে : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং সুরাবই এবং কান্দিগাঁওয়ের মধ্যেকার বিরুদ্ধ আপোষে নিষ্পত্তি হয়েছে।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপির সভাপতিেত্ব সুতাং শাহজিবাজারে শালিস বৈঠক হয়।
সুরাবই এবং কান্দিগাঁওয়ের মধ্যকার গত ১২ জুন সংঘর্ষের শান্তির লক্ষে ৮/১০ গ্রামের শালিসান বিশেষ করে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক,ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল,শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া,মাওলানা আব্দুর শহিদ, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,রাজিউরা ইউনিয়ন চেয়ারম্যান শেখ কামাল,সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমান, শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী মুক্তার হোসেন, হাজী সিরাজুল ইসলাম ইনু তালুকদার সহ বহু গ্রামের শালিসানদের উদ্দোগে উক্ত বৈঠকে হাজার অধিক মানুষের উপস্থিতিতে বিরুদ্ধ নিশপত্তি হয়।
গতকাল বিজ্ঞ মুরুব্বীয়ান বিচুক্ষনতার সহিত খুঁজে প্রমাণ পান যে,ঐ দিন একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে কিভাবে পরেরদিন আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ বাদে? আর তার এক মাত্র কারন দুই গ্রামের মুরুব্বী মাতব্বরদের অবহেলা এবং অসচেতনতার ফল।
উল্লেখ্য, বিজ্ঞ মুরুব্বীরা আপুষে নিশপত্তির লক্ষে সুরাবই এবং কান্দিগাঁওয়ের এ দু গ্রাম থেকে এক লক্ষ টাকা এবং এমপি ব্যক্তিগত ৫০ হাজার টাকা সহ মোট দেড় লক্ষ টাকা এমপির নিকট জমা হবে।পরে টাকা গুলো এমপি আহতদের কে দিবেন।
অন্যদিকে,সুরাবই থেকে শৈলজুরা সহ অন্যান্য গ্রামের যাওয়া আসা সড়কের কালভার্ট গুলো সরকারি বাভে সংস্কারের আশ্বাস দেন যে কালভার্ট গুলো সংঘর্ষ এ ভেংঘে পরে।
আর ভবিষ্যতে কোন সংঘর্ষ বাধালে মোচলেকা স্বরুপ দেড় লক্ষ টাকা জরিমানা বাবদ জমা দিতে বাদ্য থাকতে হবে।