সৈয়দ হাবিবুর রহমান ডিউক : হবিগঞ্জ সদরের অর্ন্তগত শায়েস্তাগঞ্জ হইতে জগদীশপুর পর্যন্ত প্রায় ২০কিলোমিটার এলজিইডির রাস্তাটির খুব বেহাল দশা বিরাজ করছে। প্রায় এক যুগ ধরে রাস্তাটির কোন পুন’ নির্মান করা হয়নি ফলে রাস্তা ভেঙ্গে অনেক জায়গা মরণ ফাদে পরিনত হয়েছে ।পাহাড়ি ঢল আর গাছগাছালির জন্য কমে যাচ্চে রাস্তাটির প্রস্থতা ফলে প্রতিনিয়তই ঘটছে অপরিকল্পিত দূর্ঘটনা ।রাস্তা খারাপ হওয়াতে তেমন কোন যানবাহন চলাচল করেনা ।
এ ব্যাপারে নেই প্রশাসন তথা জনপ্রতিনিধিদের কোন পদক্ষেপ। এ ব্যাপারে এলাকাবাসী কতৃপক্কের সুদৃষ্টি কামনা করছে। এ সড়কটির সংস্কার করা অতীব জরুরী।