এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নির্মানাধীন জুডিসিয়াল ভবনের কাজ দ্রুত শেষ করা হবে। এর ফলে আদালত প্রাঙ্গনের শৃঙ্খলা বৃদ্ধি পাবে। জনগনেরও ভোগান্তি লাগব হবে। ভবনটি নির্মান হলে ঝাঁকজমকপূর্ণভাবে এর উদ্বোধন করা হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী জেলা আইনজীবি সমিতির উন্নয়নেরও পদক্ষেপ গ্রহন করা হবে। গতকাল জেলা আইনজীবি সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জমশেদ মিয়া। অনুষ্ঠানে সম্মানিত বিচারক ও সিনিয়র এবং জুনিয়র আইনজীবিরা উপস্থিত ছিলেন।