এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার খড়কি গ্রামের আল আমিন (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন।
জানা যায়, গতকাল বিকেলে ওই গ্রামের মহরাজ মিয়ার পুত্র ফার্নিচার ব্যাবসায়ী আল আমিন বাড়ি থেকে টাকা নিয়ে বাস যোগে সিলেট জেল রোড এলাকায় তার ফার্নিচার দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
সন্ধ্যায় বাসটি নতুনব্রীজ এলাকায় ইফতার করার জন্য যাত্রীদের নামানো হলে তাকে অজ্ঞান করে সর্বস্ব খুইয়ে নেয় দূর্বৃত্তরা। এ বিষয়ে আল আমিনের তার চাচাতো ভাই মিজান জানান, আল আমিন জানান, সিলেটের জেল রোড এলাকায় তানিয়া ফার্নিচার নামে একটি দোকান রয়েছে। তিনি আমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে ব্যবসার কাজে নিয়ে রওয়ানা দেন। অজ্ঞান পার্টির লোকজন তার কাছ থেকে মূল্যবান দুটি মোবাইল ও টাকা পয়সা সবকিছু নিয়ে যান।