চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ ভবনের উদ্বোধন করেন।
ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী মাষ্টারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার তনময় ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়না মিযা, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ তালুকদার, পাকইপাড় ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক আঃ আহাদ,যুবলীগ নেতা তাজুল ইসলাম।
এতে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগসহ গনমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করে। ভবন উদ্বোধনের পর ইফতার মাহফিল অনুষ্টিত হয়।