মনসুর আহমদ (দীঘলবাক ইউ/পি থেকে) : তৃণমূল পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব সম্প্রসারণ গ্রাম বাংলার যে কোনো তথ্য মূহুর্তের মধ্যে জানার সুযোগ সৃষ্টি করেছে। এ সুযোগকে কাজে লাগাতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে তথ্য, প্রতিবেদন ও ফিচার লেখার প্রশিক্ষণ দিয়ে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। যাতে তারা তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করে গ্রামে তথ্য-সমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তোলায় ভূমিকা রাখতে পারে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সরকারি টিচার্স টেনিং কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) যৌথভাবে আয়োজিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিনিয়র সাংবাদিক ও অ্যাসোয়িটেড প্রেসের (এপি) সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন বলেন, প্রতিবেদন ও ফিচার লেখার দক্ষতা অর্জন এবং গ্রাম বাংলার সাফল্যগাঁথা কাহিনীসহ উন্নয়ন, ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্পর্কিত ইতিবাচক ধারার তথ্য ও সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইউডিসি উদ্যোক্তারা ইনফোলিডাররা হয়ে উঠতে পারে।
তারা এসব প্রতিবেদন ও ফিচার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে মানুষকে তা জানাতে পারে। এর ফলে তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ যেমন নিশ্চিত হবে, তেমনি তা মানুষকে ক্ষমতায়িত করবে।তিনি বলেন, তথ্য, প্রতিবেদন ও ফিচার লেখার পাশাপাশি ইউডিসির ১০ হাজার উদ্যোক্তার আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। প্রতিবেদন ও ফিচার লেখার দক্ষতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ই-কমার্স পণ্যের বিপনণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্ট্রগাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেশ চৌধুরীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএসবির নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান। এ কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২জন প্রশিক্ষক প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফরিদ হোসেন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান, ড. অলিউর রহমান, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সন্বয়কারি মাজেদুল ইসলাম, আউটসের্সিং ও ই- কমার্স বিশেষজ্ঞ সোহেল রানা প্রমুখ। তথ্য ও যোগযাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় প্রত্যেক জেলায় ২ জন করে মোট ১২৮ জনকে প্রশিক্ষক-প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তুলেছে। এসব মাস্টার ট্রেইনার ও রিসোর্স পারসনরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লিখন এবং আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ পরবর্তীতে নিয়মিত ফিচার ও প্রতিবেদন এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার মাধ্যমে ইউডিসি উদ্যোক্তারা ইনফোলিডার হিসেবে গড়ে উঠবে। প্রতটি ইউডিসিকে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার (বিপিও) হিসেবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভমিকা পালন করবে এনব ইউডিসি উদ্যোক্তারা।তিন বছর মেয়াদী ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম। আর এ কর্মসূচির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে টিএসবি।
উল্যেখ্য যে, হবিগঞ্জ জেলা থেকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক মনসুর আহমদ ও আউশকান্দি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রঞ্জিত সুত্রধর মাষ্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষক-প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।