স্টাফ রিপোর্টারঃ সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু খুলে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ওসমানীনগরের শেরপুর ব্রিজের সংস্কারের জন্য ১২দিন বন্ধ থাকার পর সোমবার দিবাগত রাত ১২টা থেকে খুলে দেওয়া হয়েছে সিলেট-ঢাকা মহাসড়ক।
কাজ শেষ হওয়ার জন্য নির্ধারিত সময় ২২ জুন পর্যন্ত থাকলেও সংস্কার কাজ শেষ হয়ে যাওয়ায় তা খুলে দেওয়া হয়েছে।
গত ১২ দিন ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকা অবস্থায় বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করতে হয়েছে জনসাধারণকে।
জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতুর উত্তর অংশের আরসিসি ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে যায়। আরসিসি ঢালাই ভেঙে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ভাঙা স্থানে পাথর বিটুমিন দিয়ে মেরামত করে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেয়। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে থাকে।
ভাঙন ধরা স্থানে জরুরি মেরামত কাজের জন্য ৯ থেকে ২২ জুন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় দুদিন আগেই তা খুলে দেওয়া হয়েছে।