বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

নবীগঞ্জ দূর্গম পাহাড়ী অঞ্চলের দিনারপুরের রহস্যময় কালো পাথর ॥ পাথরটি একনজর দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ছুটে আসছেন শত শত নারী-পুরুষ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুন, ২০১৬

769সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্যতম উপজেলার নাম নবীগঞ্জ। নবীর নামানুসারে ঐতিহ্যবাহী এ উপজেলার নাম নবীগঞ্জ করা হয়েছিল।

স্বাধীনতা যুদ্ধের পর থেকে আড়মোড়া দিয়ে ওঠা এই নবীগঞ্জ সুন্দর্যের যেন কোনো অংশে কম নেই এর কোন এলাকায়। এ উপজেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দূর্গম পাহাড়ী অঞ্চল দিনারপুর পরগনা। দিনারপুরে রয়েছে দর্শনীয় স্থান যেখানে পর্যটকরা একবার হলেও ঘুরতে আসেন এই জনপদে।

অসংখ্য বাঁশ ও গাছ ঘেরা এ পরগনার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট পূর্ব দেবপাড়া গ্রামে অবস্থিত সু-উচ্চ একটি পাহাড়। এ পাহাড়ের দক্ষিণে রয়েছে আরও একটি উঁচু পাহাড়, নাম মীরটিলা। এছাড়া এখানে রয়েছে চা ও রাবার বাগান এবং উঁচু-নিচু অনেক রখমের পাহাড় টিলায় আবৃত দিনারপুরের জনপদ। এই এলাকা বাঁশের জন্য বিখ্যাত। দিনারপুরে শত শত টিলায় এখন চলছে বৃক্ষ নিধনের মহোৎসব। এক সময় দিনারপুর পরগনা বৃক্ষের জঙ্গল হিসেবে পরিচিত ছিল। টিলায় টিলায় গাছপালা, লতাপাতায় সজ্জিত ছিল এই পরগনা। দিনারপুরের ইতিহাস অতি সমৃদ্ধ। এ অঞ্চল কৃষ্টি ও ঐতিহ্যে ভরপুর একটি সুপ্রাচীন জনপদ। রামায়নে উল্লেখিত পঞ্চম পান্ডব ও রামের মধ্যে যে কূরুক্ষেত্রের যুদ্ধ হয়ে ছিল তার স্থান ছিল এই দিনারপুরের পাহাড়ের সূ-উচ্চ প্রান্তর কুরুটিলা।

কামরূপ রাজ্যের উপ রাজধানী ছিল এই দিনারপুর। হযরত শাহজালাল (রহঃ) গৌরগোবিন্দের সাথে যুদ্ধের চুড়ান্ত প্রস্তুতির স্থান ও ছিল এই দিনারপুর। দিনারপুরে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে ‘কুরুটিলা’। আর এ কুরুটিলায় অবস্থিত হাজার বছরের ইতিহাস, কালের সাক্ষী নিখুঁত এক কালো পাথর। রহস্যময় এ পাথরটি আজও উৎসুক মানুষের মনের খোরাক জোগায়। এই এলাকায় যেমন রয়েছে দর্শনীয় স্থান তেমন রয়েছে অনেক ইতিহাসও। এ পাথরটিকে একনজর দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসেন দিনারপুর পরগনার ছোট্ট গ্রামে। রহস্যময় এ কালো পাথরের হাজার বছরের ইতিহাসঃ এই পাহাড়ের অদূরেই রয়েছে সদরঘাটের সুপ্রাচীন ইমামগঞ্জ বাজার। শত শত বছর আগের কথা। সে সময় এ বাজারে বড় বড় মাছ কেটে বিক্রি হতো।

মাছের পরিত্যক্ত অংশ ফেলে দিত বাজারের মৎস্য ব্যবসায়ীরা। আর ফেলে দেয়া মাছের এই পরিত্যক্ত অংশগুলো কুড়িয়ে নিয়ে যেতেন সাদা পোশাক পরিহিত এক দরবেশ। আর দৃশ্য প্রতিদিন মনোযোগের সঙ্গে লক্ষ্য করতেন পূর্ব দেবপাড়ার সামছু মিয়া নামের এক, জনৈক ব্যক্তি। গভীর রাত পর্যন্ত জেগে থাকা ছিল তার স্বভাব। প্রতিদিনের মতো একদিন সন্ধায় বাজার শেষে ওই দরবেশ ইমামগঞ্জ বাজার থেকে মাছের ফেলে দেয়া অংশ কুড়িয়ে নিয়ে কুরুটিলা পাহাড়ের দিকে ছুটে চলেছেন। সামছু সাদা পোশাক পরিহিত দরবেশের পিছু নেয়। পাহাড় বেয়ে ওপরে উঠে সামছু দেখতে পায় ছোট্ট একটি পাথরের সামনে গিয়ে দরবেশ ইশারা করতেই পাথর সরে গিয়ে ওই স্থানে একটি সুড়ঙ্গ রাস্তা হয়ে গেছে। আর ওই রাস্তায় দরবেশ ভেতরে ঢুকে গেলেন। সামছু মিয়া অতি সতর্কতার সঙ্গে পিছু নিলেও দরবেশের স্বচ্ছ হৃদয়ের আয়নাকে ফাঁকি দিতে পারেনি। ধরা পড়ে যায় একজন আগন্তুক তার পিছু নিয়েছে।

এই ভেবে দরবেশ পাথরের কপাট খোলা রেখেই ভেতরে চলে যান। সামছু মিয়াও না দেখে ফিরবেনা তার রহস্য কি। পাথরের কপাটের কাছে এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। এ পথ দিয়ে সেও ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সামছু মিয়া গাবরে যায়। দেখতে পায় এক কল্পনাপুরীর রাজপ্রাসাদের দৃশ্য ও মুগ্ধকর পরিবেশ। নানা ফুলের মিষ্টি সুভাষ। এর মধ্যে বসে আছেন সাদা পোশাক পরিহিত ৭ জনের এক সুসজ্জিত দল। পাশে খাবারের আয়োজন। ৭ জন দরবেশের সামনে খাবার প্লেট এসেছে ৮টি। অবাক কান্ড। এ দৃশ্য দেখে দরবেশরা একে অপরকে বলাবলি করছেন একটি প্লেট বেশি কেন? ভাবনায় পড়েন দরবেশরা। এ সময় হঠাৎ দরবেশ দলপতি সবার উদ্দেশ্যে বলেন, আজ আমাদের মাঝে একজন মেহমান আছেন। সামছু মিয়া তখনও লুকিয়ে সবকিছু দেখছিল এবং শুনছিল। দরবেশ দলপতির কথায় দরবেশরা অবাক হন এবং এদিক-ওদিক তাকাতে শুরু করেন। পরে দরবেশ দলপতির কথায় সামছু আড়াল থেকে বেরিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আদর-অভ্যর্থনা দিয়ে মেহমান সামছু মিয়াকে খাবার আসনে বসানো হয়।

দুর্দান্ত সাহসী সামছু মিয়া উৎফুল্য মনে তাদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষ করেন। পরে দরবেশরা সামছুকে সতর্ক করে দিয়ে বলে দেন, যদি এ খবর কাউকে বল তা হলে তোমার মারাত্মক ক্ষতি হবে। সব কথা শুনে সামছু মিয়া দরবেশদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন বাড়িতে। বাড়িতে ফিরে সামছু গভীর চিন্তায় পড়েন। তার ভেতর নমনীয়ভাব চলে আসে। দুর্দান্ত সাহসী ও চঞ্চল সামছুর হঠাৎ এ পরিবর্তনের কারণ জানার জন্য ব্যাকুল হয়ে পড়েন পরিবারের লোকজন। সবাই সামছুকে আকস্মিক পরিবর্তনের কারণ খুলে বলার জন্য চাপ দেয়। সামছুর বৃদ্ধ মাতার অনুরধে মুখ খোলে সামছু।

দরবেশের সেই সতর্কবাণী অবশেষে কার্যকর হলো। ঘটনাটি তার আত্মীয়-স্বজনদের বলার ৩ দিনের মাথায় মারা যায় সামছু মিয়া। সামছু অবশ্য ঘটনা খুলে বলার আগে এরকম ইঙ্গিত করেছিল তার স্বজনদের। শেষে পাথরের কাছেই দাফন করা হয়েছিল সামছুকে। আজও অনেকে মানত নিয়ে পাথরের কাছে এসে মানত পূর্ণ করেন। কুরুটিলার রহস্যময় এ পাথরটিকে একনজর দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ছুটে আসছেন শত শত নারী-পুরুষ। সামছু মিয়ার স্মৃতিতে অম্লান এ রহস্যময় পাহাড় ও পাথর যেন আজও এ দেশের পথভ্রষ্ট মানুষদের হাতছানি দিয়ে ডাকছে। এই কালো পাথর দেখার জন্য বাহির থেকেও আসে অনেক পর্যটকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!