হামিদুর রহমান,মাধবপুর থেকেঃ
খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নিমার্ণ প্রকল্প(ডিএই অঙ্গ) এর আওতায় ভূউপরিস্থ পানি সংরক্ষণ ও বিতরণ অদ্বিতীয় প্রযুক্তি বিষয়ে এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০জুন) সকালে মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নিমার্ণ
প্রকল্পের (ডিএই অঙ্গ) সহকারী পরিচালক সফিকুল ইসলাম,হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সককারী পরিচালক বশির আহম্মেদ সরকার,মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ঋষি কেশ ভট্রাচার্য্য,উপ সহকারী কৃষি অফিসার অর্ধেন্দু দেব অসিত,হাবিবুর রহমান,সারোয়ার হোসেন,মুখলেছুর রহমান, বজ বাশি দেব নাথ নিমাই, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক, কৃষক মুজিবুর রহমান,আবু তালেব,আক্তার হোসেন,মুক্তা শাহ প্রমুখ।