এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী সিএনজি চালক কাছম আলী (৩৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেফতার কাছম আলী চুনারুঘাট উপজেলার দক্ষিণ রাণীগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, ২০১৪ সালে ২৮ নভেম্বর রাত ৯টায় একই গ্রামে ফুলবানু নামের এক যুবতীকে কাছম আলী ধর্ষণের চেষ্টা চালায়।
ব্যর্থ হয়ে তাকে প্রহার করে আহত করে। এ ব্যাপারে ওই যুবতী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করলে আদালত কাছম আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। বাদি অভিযোগ করেন, সে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুরাফেরা করলেও রহস্যনজনক কারণে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেনি। অবশেষে তিনি পুলিশ সুপারের নিকট অভিযোগ করলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।