চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদরের কলেজ রোড থেকে জুয়েল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ধলাইপাড় গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র।
শনিবার (১৮ জুন) বিকালে ডিবির এসআই সুদ্বিপ রায় ও এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওই গ্রামের মুজিবুর রহমানের পুত্র মাদক সম্রাট সুমন মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে ডিবি পুুলিশ জানান, চুনারুঘাট পৌরসভার আমকান্দি গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাদক সম্রাট সুমনের ছত্র-ছায়ায় ঐ এলাকার সব মাদক ব্যবসা তারই নিয়ন্ত্রনে হয়। তিনি আরো জানান যে, মাদক আইনে ১টি মামলা হয়েছে।