এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার মিরপুরে এক গার্মেন্টস কন্যাকে নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গার্মেন্টস কন্যাসহ আহত অবস্থায় দুইজনকে বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এক পক্ষ ঘটনাটিকে “পূর্ব শত্র“তার জের” দাবী করলেও অপর পক্ষ বলছে “যৌন হয়রানী”। তবে কেউ কেউ ঘটনাটিকে “প্রেম সংক্রান্ত বিষয়ের জের”বলেও দাবী করছেন।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার জয়পুর গ্রামের ট্রাক্টর চালক মোহাম্মদ আলীর কন্যা নাজমীন আক্তার দীর্ঘদিন ধরে গার্মেন্টস কর্মী হিসেবে মিরপুর বাজারের কলেজ রোডস্থ লাভলী টেইলার্সে সেলাইয়ের কাজ করে আসছে। সে একই উপজেলার লামাতাসী গ্রামের বাসিন্দা মামা নুর মিয়ার বাড়ীতে অবস্থান করছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় নাজমীন আক্তারের মামা নুর মিয়া ও তার প্রতিবেশী মন্নর আলীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মন্নর আলী ও নাজমীন আক্তার আহত হলে তাদেরকে যথাক্রমে বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে একদিকে, নাজমীন আক্তারের পরিবার অভিযোগ করে জানান- প্রতিবেশী মন্নর আলীর পুত্র লিটন উল্লেখিত সময়ে নাজমীনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে যৌন হয়রানীসহ নাজমীনকে শারীরিক ভাবে নির্যাতন করে। অপরদিকে, আহত মন্নর আলী জানান- পূর্ব বিরোধের জের ধরে তার পুত্র লিটনকে ফাঁসানোর জন্য নাটক সাজিয়েছে নাজমীনের পরিবার। তিনি জানান- এ ঘটনার প্রতিবাদ করার কারণে নুর মিয়ার লোকজন তাকে পিটিয়ে আহত করেছে।
এদিকে, এলাকার কেউ কেউ দাবী করছেন, নাজমীন ও লিটনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। জানাজানি হবার পর বিষয়টি মেনে নিতে পারেনি নাজমীনের পরিবার। যে কারণে বিরোধ সৃষ্টি হয় উভয় পরিবারের মধ্যে। এরই ধারাবাহিকতায় গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে গভীর রাতে নিরপেক্ষ কোন সূত্র থেকে প্রকৃত ঘটনা ও এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।