চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা বিজিবি জোয়ানরা ভারতীয় দুই নাগরিককে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বাল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের আটক করে। পরে তাদেরকে চুনারুঘাট থানা হাজতে পাঠানো হয়। আটককৃতরা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কমলপুর গ্রামের মনমোহন ঘোষ (৫০), তার স্ত্রী সন্ধ্যা রানী ঘোষ (৪৫), ছেলে লিটন কুমার ঘোষ (২৩) এবং সোনাতলা গ্রামের অঞ্জলী ঘোষ (৫০)। আটক মনমোহন জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে তার পিতার শ্রাদ্ধে অংশগ্রহনের জন্য তারা বাংলাদেশে এসেছে। তবে তাদের কারো কাছে কোন বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।
এদিকে বিকেলে বাল্লা সীমান্তে বিএসএফ ও বিজিবি’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার ও বাংলাদেশের পক্ষে বাল্লা বিওপি’র কোম্পানী কমান্ডার। বিজিবি ৪৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল নাছির উদ্দিন জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল সাড়ে ৫টায় আটককৃতদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে।