চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে আল ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চুনারুঘাট পৌর শহরের দিদার কমিউনিটি সেন্টারে শুক্রবার ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন।
সংগঠনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট সদর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুফতি হারুনুর রশীদ, আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুল হাই, মাওলানা হোসাইন আহমেদ, মুহিবুর রহমান মিলন, মোঃ মারুফ আহমেদ, মাওলানা আনাছ মাহমুদ, মোঃ রুহুল আমীন, মোঃ আবুল বাশার, শেখ খাইরুল কবীর, শেখ আসাদুজ্জামান ও হাফেজ আশরাফ আলী হারুনসহ অনেকেই।