নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় সিএনজি ধাক্কায় টুনি আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের মনিকা সিনেমা হলের কাছে এ দুঘর্টনা ঘটে।
নিহত টুনি লাখাই উপজেলার ভাঙ্গালপাড়া এলাকার মোহাম্মদ আলী কন্যা। তারা শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, টুনি তার মা-বাবার সাথে হবিগঞ্জ থেকে সিএনজিযোগে শায়েস্তাগঞ্জ ফিরছিল। বাড়ীর সামনে সিএনজি থেকে নামার সময় হবিগঞ্জগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজি আটক করা হলেও চালক পালিয়ে যায়।