চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে পড়ে রেজিনা খাতুন (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার পীরেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিনা মিরাশী ইউনিয়নের পীরের গাও গ্রামের মইন উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, রেজিনা খাতুন অসাবধাণতা বশত পুকুরে পড়ে গেলে আর উঠতে পারেননি। তিনি সাঁতার না জানায় পুকুর এ ঘটনা ঘটে। তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সুরঞ্জন রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।