নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী সনজিত দাশ (৫৫) নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে খোয়াই নদীর মাছুলিয়া ব্রীজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সনজিত দাশ শায়েস্তাগঞ্জ হাসপাতাল সড়কের বাসিন্দা ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের প্রয়াত অধ্যক্ষ রনজিত দাশের ছোট ভাই।
নিহতের ছেলে সত্যজিত দাশ জানান, গত মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১টার দিকে শায়েস্তাগঞ্জ ডাকঘর এলাকায় তার দোকান বন্ধ করে চাবি ও চশমা পাশের দোকানে রেখে যান। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। ঘটনার দিন রাতেই শায়েস্তাগঞ্জ থানায় জিডি করা হয়। তবে লোকমুখে শুনা যায় তাকে পুরানবাজার খোয়াই নদীর পাড়ে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হবিগঞ্জ থানা পুলিশকে নিয়ে খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।