নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ এনামুর রহমান। অত্র শাখার ম্যানেজার অপারেশন আবুল কালামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- শায়েস্তগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন। বিশেষ অতিথি ছিলেন- হপবিস জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা পীর আব্দুল কাইযূম। অনুষ্ঠানের শুরুতে কোরআর তেলাওয়াত পাঠ করেন মোঃ নাজমুল হক। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস শহীদ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমী, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম, অ্যাডভোকেট রহমতে এলাহী, পৌর কাউন্সিলর আব্দুল জলিল প্রমুখ।
আলোচনাকালে বক্তারা বলেন-রোজা মানুষের মনকে পবিত্র করে ভাল পথ দেখায়। তাই রোজা কোনভাবেই ভঙ্গ করা চলবে না। তারা বলেন- আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন হারাম। তাই হালাল পথে রোজগার কতে হবে। বক্তারা বলেন- ইসলামী ব্যাংক সুদমুক্তভাবে ব্যাংকিংসেবা পরিচালনা করছে। শুধু তাই নয় তারা আত্মমানবিক সেবায়ও কাজ করে যাচ্ছে। এতে করে অনেক লোকেরা উপকৃত হচ্ছেন।