বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে ষড়যন্ত্রের শিকার হয়েছেন সমাজসেবক মোস্তাক আহমেদ খা নামে এক ব্যক্তি। সে উপজেলার তকবাজ খানী গ্রামের মনোয়ার আহমেদ খা’র পুত্র।
বুধবার (১৫ জুন) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোস্তাকসহ দুই ব্যক্তিকে আটক করে।আটককৃত অপর ব্যক্তি হল জামাত কর্মী সৈয়দ ফয়সাল আহমেদ।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামানসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার আদর্শবাজার থেকে মোস্তাক আহমেদ খা এবং কাজী মহল্লা গ্রাম থেকে জামায়েত ইসলামী উপজেলা শাখার প্রচার সম্পাদক সৈয়দ ফয়সল আহমেদকে আটক করে। রাতেই এদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এদিকে, এলাকাবাসী জানান, গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন মোস্তাক আহমেদ খা।
স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর রোষানলের শিকার হয়েছেন তিনি। নির্বাচনে পরাজিত প্রার্থীর বিরোধিতা করায় তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে। মোস্তাক আহমেদ বিভিন্ন সময় ধরে এলাকার উন্নয়নে সমাজ সেবা মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
স্থানীয় ওই প্রভাবশালী চেয়ারম্যানের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসী মনে করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে জামায়াতের সাথে সম্পৃক্ততা রয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।