নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার মাসিক সভায় পৌরসভার প্রথম শ্রেণীর ঠিকাদার লিয়াকত চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়েছে। গত সোমবার সকালে নবীগঞ্জ পৌরসভা সভা কক্ষে পৌর পরিষদের এক মাসিক সভা অনুষ্টিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন প্যানেল মেয়র এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ,প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আব্দুস ছালাম,কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সহকারী প্রকৌশলী ( অতিঃ দাঃ সচিব) ভবি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন,উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমূখ। সভায় পৌর সভার কর আদায়, যানজট ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা শেষে উপ সহকারী প্রকৌশলীর প্রস্তাবের প্রেক্ষিতে পৌর সভার প্রথম শ্রেণীর ঠিকাদার লিয়াকত চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং সর্ব সম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।