প্রেস নিউজ : দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক সাখাওয়াত হোসেন টিটুর চাচা এবং বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুন হুসেনের বাবা নুরপুর ইউনিয়ন এর বিশিষ্ট মুরুব্বী এবং শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার হাজী মুক্তার হুসেন গতকাল সোমবার দুপুরে সুরাবই এবং কান্দিগাঁও দুই গ্রামের সংঘর্ষ থামাতে গিয়ে চোখে ও মাথায় আঘাত পান । এতে গুরুতর আহত হয়ে ঢাকায় হাসপাতাল জরুরী অবস্থায় চিকিৎসাধীন আছেন ।তাই হাজী মুক্তার হুসেন এর ভাতিজা সাখাওয়াত হোসেন টিটু সবাইর কাছে চাচা হাজী মুক্তার হুসেন এর জন্য দোয়া চেয়েছেন । আল্লাহ যেন জলদি সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন আমিন।