সৈয়দ হাবিবুর রহমান ডিউক : হবিগঞ্জ সদর উপজেলার বৃহত্তর সুতাং অঞ্চলে গ্যাস সংযোগ দেয়ার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী । সুরাবই গ্রামের পাশ দিয়েই অন্যত্র গ্যাস সংযোগ দেয়া হয়েছে তাছাড়া এ গ্রামের পাশেই গ্যাস তৈরী করা হচ্চে । কিন্তু প্রায় দুযুগ ধরে সুরাবই, পুরাসুন্দা, অলিপুর, চানপুর, নুরপুর, নছরতপুর, শরিফাবাদ, শৈলজুড়া সহ দশ বারোটি গ্রামের মানুষ গ্যাস সুবিধা হতে বঞ্চিত হচ্চে । এলাকাবাসী এ ব্যাপারে জোরালো দাবি জানিয়েছে । গ্যাস দেয়ার ব্যাপারে এলাকাবাসী হবিগঞ্জ লাখাই আসনের এমপি এডভোকেট মো আবু জাহিরের দৃষ্টি কামনা করছেন । আর কোন দাবি নাই সুতাং অঞ্চলে গ্যাস চাই।