হীরেশ ভট্টাচার্য্য হিরোঃ হবিগঞ্জের মাধবপুরে পৌর সদরে মঙ্গলবার দুপুরে ১২টার দিকে সেমকো সিএনজি ষ্টেশনের সামনে ট্রাক চাপায় উপজেলার নাথপাড়ার সুরঞ্জন দেবনাথের ছেলে স্কুল ছাত্র জয় দেবনাথ (৭) নিহত হয়েছে। জানা যায়, জয় তার মায়ের সাথে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় সেমকো সিএনজি ষ্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্র্াে-ট-১৬-৯৬৬২) নং গাড়িটি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই জয় দেবনাথ মারা যায়। জয় দেবের মা সবিতা দেবনাথ আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকের চালককে জনতা থানা পুলিশে সোপর্দ করে। পরে মহাসড়ক আধাঘন্টা অবরোধ থাকে। মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন-আল-রনি জানায়, দীর্ঘদিন ধরে দাবি ওই স্থানে ¯িপ্রড ব্রেকার দেওয়ার জন্য। প্রায় সময়ই ওই স্থানে রাস্তা পারাপারের সময় অভিভাবকদের দুশ্চিন্তায় ভোগতে হয়। তিনি আরো জানান, প্রতিদিনের মতো জয় তার মায়ের সাথে স্কুলে আসত। মঙ্গলবার রাস্তা পারাপারের সময় ঘাতক ট্রাকটি তার প্রাণ কেড়ে নিল। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। বিকাল ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।