এম এ আই সজিব ॥ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে নতুন বাার মোড়ে। পুলিশ নিয়মিত অবৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেল গাড়িসহ যান বাহন ধরার অভিযানে কাজ করছিল। এ সময় বানিয়াচং উপজেলার এক ব্যক্তির কাগজপত্র বিহীন একটি মোটর সাইকেল থানার সাব ইন্সেপেক্টর চান মিয়া সাইকেল আটকের খবর পেয়ে ওহি চৌধুরী সাইকেলটি ছাড়িয়ে দিতে তদবির করেন। দারোগা চান মিয়া সাইকেলটি ছাড়বেন বলে তাকে জানালে সে ওহী চৌধুরী দারোগার সাথে তর্কে জড়িয়ে পড়েন।
এসময় অন্য পুলিশ সদস্য এগিয়ে আসেন। পুলিশের কাজে বাধা প্রদান করায় চান মিয়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী পুলিশের ভ্যান তুলতে চাইলে ওহি চৌধুরী ও পুলিশরে মধ্যে হাতাহাতির ঘটনায় পুলিশ ওহি চৌধুরী চড় তাপ্পড় ও লাঠিচার্জ করে। প্রকাশ্যে আওয়ামীলীগ নেতা কে মারধর ও লাঠিচাজের ঘটনায় শহর জুড়ে তোলপাড় শুরু হয়েছে।